Bappi Lahiri এর শেষ যাত্রায় ভেঙে পড়লেন কন্যা, চোখে সানগ্লাস এঁটেই বিদায় \'ডিস্কো কিংয়ের\'

2022-02-17 5

ছেলে বাপ্পা লাহিড়ি লস এঞ্জেলস থেকে ফেরার পর শুরু হয় বাপ্পি লাহিড়ির অন্তিম যাত্রা। বাপ্পি লাহিড়ির অন্তিম যাত্রায় শোকে ভেঙে পড়েছেন তাঁর পরিবার। বাবার মৃত্যুর পর থেকে যেন কিছুতেই থামানো যাচ্ছে না প্রয়াত সুরকারের কন্যা রিমা লাহিড়িকে। বাপ্পি লাহিড়ির শেষ যাত্রায় অঝোরে কেঁদে যাচ্ছেন রিমা।